• মঙ্গলবার ২১ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৭ ১৪৩১

  • || ১২ জ্বিলকদ ১৪৪৫

ষাট গম্বুজ বার্তা

পাঁচ দাবিতে নার্সিং শিক্ষার্থীদের মানববন্ধন

ষাট গম্বুজ টাইমস

প্রকাশিত: ৫ মার্চ ২০১৯  

আন্তর্জাতিকমানের পাঠদান পদ্ধতি প্রণয়ন, ছয় মাস মেয়াদি ডিপ্লোমা নার্সিং কোর্স বন্ধসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন।

মঙ্গলবার ৫ মার্চ) সকালে কলেজের সামনে নার্সিং শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়।

এতে সংগঠনের সভাপতি সাব্বির আহমেদ খান, সাধারণ সম্পাদক মো. মামুনুর রশীদসহ শিক্ষার্থীরা বক্তব্য দেন।

বক্তব্যে সাব্বির আহমেদ খান বলেন, ‘আশাকরি সরকার আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবে। নার্সিং শিক্ষার্থী এবং পেশার মানোন্নয়নের স্বার্থে এসব দাবি তুলে ধরছি।’

দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানান।

শিক্ষার্থীদের পাঁচ দফা দাবিগুলো হচ্ছে: পুরাতন পাঠদান পদ্ধতি বাদ দিয়ে আন্তর্জাতিকমানের পদ্ধতি প্রণয়ন, পেশাগত বিসিএসের মাধ্যমে নিয়োগ ও কর্মপদ্ধতি নির্ধারণ, ইন্টার্নভাতা ১৫ থেকে ২০ হাজার টাকায় উন্নীত, প্রেসক্রাইবড নার্সিং কোর্স চালু ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ছয় মাস মেয়াদি ডিপ্লোমা নার্সিংসহ সকল কোর্স বন্ধ করা।

মানববন্ধনে নার্সিং কলেজের শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে দাবি বাস্তবায়নের লক্ষে গণস্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয়।

ষাট গম্বুজ বার্তা
ষাট গম্বুজ বার্তা